২ বার বল হারিয়ে ইমনের ফিফটি
- ১৯ মে ২০২৫, ০৯:১১
টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ৫ ছক্কা ও ৩ চারে ৫০ ছুঁয়েছেন এই ওপেনার। ফিফটি ছোঁয়ার পথে দু'বার বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়েছেন তিনি।
দলীয় ফিফটির আগে জোড়া উইকেট হারালেও তার ব্যাটে চড়েই ১০ ওভারের মধ্যে একশ ছাড়িয়েছে বাংলাদেশের রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে সফরকারীরা। ৩০ বলে ৫৩ রানে ব্যাট করছেন ইমন, অন্যপ্রান্তে ১৪ বলে ২০ রান ক্রিজে আছেন তাওহীদ হৃদয়।
এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। মতিউল্লাহ খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ফেরার আগে ৯ বলে সমান এক চার ও ছক্কায় তার ব্যাট থেকে ১০ রান এসেছে।
তিনে নেমে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস-ও সুবিধা করতে পারেননি। মুহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ এক ইয়র্কারে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। নেতৃত্বের অভিষেকে ৮ বলে ১১ রানে থেমেছে তার ইনিংস।