নেতৃত্ব অভিষেকেও হাসল না লিটনের ব্যাট
- ১৮ মে ২০২৫, ১৯:৪৪
তিনে নেমেও সুবিধা করতে পারেননি টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস। মুহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ এক ইয়র্কারে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। নেতৃত্বের অভিষেকে ৮ বলে ১১ রানে থামল তার ইনিংস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার-প্লে শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান।
এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। মতিউল্লাহ খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ফেরার আগে ৯ বলে সমান এক চার ও ছক্কায় তার ব্যাট থেকে ১০ রান এসেছে।