স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
- ১৮ মে ২০২৫, ১২:১০
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। ১৯৪৯ সালে সিডনিতে স্থাপিত এ বিশ্ববিদ্যালয় বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা রিসার্চ ইনস্টিটিউট। মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ করার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ের ওপর গবেষণার জন্যও খ্যাতি অর্জন করেছে। এর গবেষণা কেন্দ্রগুলো বৈশ্বিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে—বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং মেডিসিন ক্ষেত্রে।
বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৫ ।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা
আবেদনের যোগ্যতা—
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার পেতে হবে;
*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল অর্জন করতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
আবেদন যেভাবে—
শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৫।