আওয়ামী লীগে ‘চিহ্নিত দোসররা’ ছাড়া বাকিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: খসরু

নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

আওয়ামী লীগে ‘চিহ্নিত দোসররা’ ছাড়া বাকিদেরকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবেন না। তবে একজন ভালো লোক, আওয়ামী লীগের চিহ্নিত দোসর নন, হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, আমরা জানি না। তিনি কাকে ভোট দিয়েছেন, তা–ও জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেননি। বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি।

‘‘বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেননি, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। তাদের সদস্য করতে বাধা নেই। এই জায়গায় খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।’’

অনুষ্ঠানে কারা বিএনপির সদস্য হতে পারবেন, কারা পারবেন না—তার বিষয়ে নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, কারা বিএনপির নতুন সদস্য হতে যাচ্ছেন? এটার একটি মানদণ্ড ও দিকনির্দেশনা আছে। এটা মাথায় রাখতে হবে। সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত, যারা সমাজে অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এসব লোকদের যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।

‘‘সুতরাং এ জায়গায় আমাদের খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, এ দুই শ্রেণি বাদ গেলে বাকিরা আমাদের সদস্য হতে পারবে। সামাজিকভাবে রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সঙ্গে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না, যে চেহারাগুলো দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্পর্কে ভুল ধারণা করে, এ লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। তবে আমরা চেষ্টা করব জনসাধারণের বৃহত্তর অংশকে আমরা মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য। কারণ, বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের জনগণের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য হয়।’’

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হচ্ছেন প্রত্যেকটি এলাকার নোঙর, মানে যেভাবে নোঙর জাহাজ ধরে রাখে। আপনারা বিএনপির জাহাজটাকে ধরে রাখবেন। তাই আপনাদেরকে কাজটা সঠিকভাবে করতে হবে। এটার ওপর নির্ভর করছে আগামী দিনে বিএনপির রাজনীতি, এগিয়ে যাওয়া, নির্বাচন, বাংলাদেশ গড়া। অনেক বড় দায়িত্ব কিন্তু। সকলে কষ্ট করে এ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।