আন্দোলনের মধ্যেই ইউজিসিতে বৈঠকে বসেছেন জবি শিক্ষক সমিতি

জবি শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন
জবি শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে চলমান টানা তৃতীয় দিনের আন্দোলনের মধ্যেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে বসেছেন বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন, ড. বেলাল হোসাইনসহ একটি প্রতিনিধি দল।

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স‘কালে সরকারের উচ্চপর্যায়ে সংশ্লিষ্টজন শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে একটি বহুপক্ষীয় বৈঠক হয়। এরই পরিপ্রেক্ষিতে এখন ইউজিসতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক ড. রইস উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ড. বিলাল হোসাইনের সঙ্গে একটি সমোঝোতা বৈঠক হচ্ছে। আশা করি ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে।’

শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন করে যাচ্ছি। আমাদের বেলায় করা হয় লাঠিচার্জ। আর ঢাবি থেকে কেউ এলে তার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়। আমাদের দাবি যৌক্তিক দাবি। আমাদের দাবি মেনে নিতে হবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘আমরা মোড়ে আসামাত্রই অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ওপর গুলি করা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো বার্তা আসেনি।’

এর আগে, গত বুধবার (১৪ মে) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে লংমার্চ করার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জবি শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হন।