ভারতই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- ১৮ মে ২০২৫, ১৩:৪১
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আবারও জোর দিয়ে বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া সংঘাত বন্ধে ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজে বৃহস্পতিবার (১৫ মে) রাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন বলে জানায় দেশটির আরেক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ‘পাকিস্তান নয়, বরং ভারতই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। গত ১০ মে পাকিস্তান ও ভারতের সেনাপ্রধানদের মধ্যে প্রথম যোগাযোগ হয়, এরপর ১২ মে তাদের মধ্যে আবারও কথা হয় এবং এরপর ১৪ মে তৃতীয় দফার কথা হবে বলে ঠিক হয়। আবার আগামী ১৮ মে তারা যোগাযোগ করার কথা হয়।’
আরও পড়ুন: তিতুমীরের এক বিভাগে ৮০০ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, কাটে না সংকট
এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত রোববার স্পষ্টভাবে জানান, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি, বরং ভারতই অনুরোধ করেছে।
এ সময় ইসহাক দার আরও জানান, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরপেক্ষ স্থান এখনো ঠিক না হওয়ায় বৈঠকের তারিখ নির্দিষ্ট হয়নি বলেও জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।