ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চায় পাকিস্তান, আইএইএকে আহ্বান
- ১৬ মে ২০২৫, ১৯:০৭
পাকিস্তান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) আহ্বান জানিয়েছে, যেন ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির বিষয়ে তদন্ত করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনায় ভারতের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
পাকিস্তানের দাবি, ভারতে একাধিকবার তেজস্ক্রিয় পদার্থ চুরি ও কালোবাজারে পাচারের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে দেরাদুনে একটি তেজস্ক্রিয় ডিভাইসসহ পাঁচজনকে গ্রেপ্তার এবং আগের বছরগুলোতে ক্যালিফোর্নিয়াম পাচারের মতো ঘটনাগুলোর উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এগুলো ভারতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রমাণ করে।
এর পাশাপাশি পাকিস্তান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে, যেখানে তিনি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে আইএইএ-এর আওতায় আনার দাবি জানান।
পাকিস্তান জানায়, আইএইএ কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি করে, আর ভারতের অনেক স্ট্র্যাটেজিক কর্মসূচি এর আওতার বাইরে। তাই আইএপাকিস্তান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) আহ্বান জানিয়েছে, যেন ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির বিষয়ে তদন্ত করা হয়।ইএ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের ঘটনাগুলো গুরুত্ব সহকারে দেখা।