দীর্ঘদিন পর সোহানের সেঞ্চুরি, লড়ছে বাংলাদেশ

নুরুল হাসান সোহান
নুরুল হাসান সোহান © সংগৃহীত

অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে লড়ছে বাংলাদেশ। কিউই যুবাদের ২৫৬ রানের জবাবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ১০৭ রান করেন টাইগার দলপতি। 

এর আগে, বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮ উইকেটে ২২৬ রান করেছিল সফরকারীরা। 

দ্বিতীয় দিনে বাকি ২ উইকেটে ৩০ রান যোগ করে ২৫৬ রানে গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা। সফরকারীদের শেষ দুই ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার খালেদ আহমেদ। ২১ দশমিক ২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট নেন খালেদ। আরেক পেসার এনামুল হক ৩২ রানে ৩ উইকেট নেন।

নিউজিল্যান্ডের মিচেল হে ৮১, ডিন ফক্সক্রফট ৪৭ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ২৮ রান করেন। 

জবাবে ৮১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এনামুল হক ২৪, জাকির হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১৮ ও অমিত হাসান ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহান। ২৫ রানে অঙ্কন থামলেও আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সোহান। দলীয় ২১৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন দলীয় অধিনায়ক। ফেরার আগে ১১ চার ও ৫ ছক্কায় ৮৮ বলে ১০৭ রান করেন তিনি। 

শেষ বিকেলে হাসান মুরাদ ১৩ ও এবাদত হোসেন ১ রানে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন।