প্রাইম ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট অনুষ্ঠিত
- ২০ মে ২০২৫, ১৬:১৭
প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘CSE Fest 2K25’ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ১৫ই মে দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে দেশব্যাপী প্রযুক্তিপ্রেমী তরুণদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল প্রাইম ইউনিভার্সিটি প্রাঙ্গণ।
এই ফেস্টে ছিল আটটি ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং ইভেন্ট ছিল। এগুলো হলো— প্রোগ্রামিং কনটেস্ট, ফটোগ্রাফি কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, এক মিনিটের টেক ভিডিও কনটেস্ট, রিসার্চ আইডিয়া ও পোস্টার প্রেজেন্টেশন, ব্লিটজ প্রোগ্রামিং কনটেস্ট, ট্রেজার হান্ট ও গেমিং কম্পিটিশন।
ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল প্রজেক্ট শোকেসিং। এতে প্রাইম ইউনিভার্সিটি ছাড়াও অংশগ্রহণ করে ঢাকা কমার্স কলেজ, মিরপুর কলেজ, ইউসিইপি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি, সিপিআই পলিটেকনিক।
আয়োজকরা বলছেন, ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, ও বাস্তবধর্মী চিন্তাভাবনার অনন্য উপস্থাপনায় পুরো দিনটি হয়ে উঠেছিল এক মহোৎসব। অংশগ্রহণকারীরা তাঁদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন—বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর উন্নয়ন সম্ভব নতুন প্রজন্মের হাত ধরেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কাইকোবাদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং কম্পিউটার প্রযুক্তির বাস্তব জ্ঞান এবং চর্চা অপরিহার্য।’ তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসাইন, বিভাগীয় প্রধান কর্নেল শিহাবুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান। তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্র তৈরি করে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।