৪ ম্যাচ জিতে ৯ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
- ১৭ মে ২০২৫, ২১:৫০
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে (২০২৩-২৫) রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চক্রে সপ্তমস্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারে ৩১ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট পায় টাইগাররা। ফলে, ৭ লাখ ২০ হাজার ডলার পুরস্কার পাচ্ছে লাল-সবুজেরা; যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার মত। এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে নবম ও শেষ দল হিসেবে ১ লাখ ডলার করে পেয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রথম দুই আসরের চেয়ে প্রাইজামানি দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি প্রাইজমানি পাবে রানার্স-আপ দল।
আগামী ১১ জুন লর্ডসে চলতি আসরের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওই ফাইনালে চ্যাম্পিয়ন দলের জন্য ৩৬ লাখ ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। যা আগের দুই আসরে ১৬ লাখ ডলার করে ছিল।
রানার্স-আপ দল ২১ লাখ ৬০ হাজার ডলার পাবে। অন্যদিকে গত দুই আসরে রানার্স-আপ দল ৮ লাখ ডলার করে পেয়েছিল।
প্রথম দুই আসরের ফাইনালে খেললেও, শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান পেয়েছে টিম ইন্ডিয়া। এজন্য এবার ১৪ লাখ ৪০ হাজার ডলার পাবে টিম ইন্ডিয়া।
প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তৃতীয় চক্রে চতুর্থস্থানে ছিল। ১২ লাখ ডলার পাচ্ছে তারা।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কা যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ হয়েছে। ইংলিশরা ৯ লাখ ৬০ হাজার এবং লঙ্কানরা ৮ লাখ ৪০ হাজার ডলার পাবে। অন্যদিকে অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৬ লাখ ডলার এবং নবম ও শেষ দল হিসেবে পাকিস্তান ৪ লাখ ৮০ হাজার ডলার পাবে।
টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের প্রাইজমানি ঘোষণার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর চক্র দেখেছি, যেখানে ফাইনালের দল নির্ধারিত হয়েছে একেবারে শেষদিকে। এই প্রতিযোগিতা বিভিন্ন দলের অসাধারণ পারফরমেন্স তুলে ধরেছে। ফাইনালে দুই দারুণ দুটি দল আছে। এটাই ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।’