বোতল নিয়ে বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
- ১৬ মে ২০২৫, ১৩:০৯
‘বোতল মাহফুজ, বোতল মাহফুজ’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) চার দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকালে এ স্লোগান দিতে দেখা যায় তাদের।
এর আগে, গতকাল (বুধবার) উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারার ঘটনার পর থেকেই বিষয়টি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।
জানা গেছে, এ ঘটনার পর উপদেষ্টা মাহফুজের কণ্ঠ সম্বলিত একটি ভিডিও ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। এসময় ভিডিওতে উপদেষ্টাকে বলতে শুনা যায়, ‘একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি, তারা এই কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করেছে।’
শিক্ষার্থীরা বলছেন, গতকাল রাতে লং মার্চ চলাকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় মাহফুজ আলম শিক্ষার্থীদের আন্দোলনকে ‘উসকানি’ বলে মন্তব্য করলে তারা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন। এসময় এক শিক্ষার্থী মাহফুজ আলমের দিকে বোতল নিক্ষেপ করেন। পরে তার কণ্ঠ সম্বলিত ভিডিওতে এমন মন্তব্য করেন।
এদিকে মিছিলের সময় শিক্ষার্থীরা কতগুলো বোতল নিয়ে একে ওপরের মাথায় ছুড়ে মারে প্রতীকী প্রতিবাদ হিসেবে। এসময় শিক্ষার্থীরা বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগান দিতে থাকেন। এছাড়াও ‘সান্ডা না মাহফুজ/ সান্ডা, সান্ডা; মুলা না বোতল/বোতল, বোতল;’ ইত্যাদি স্লোগানও দিতে দেখা যায় তাদেরকে।
শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার শেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-
আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।