‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ অপো ‘এ৫এক্স’ উন্মোচিত
- ১৬ মে ২০২৫, ০৮:৩২
বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, ব্র্যান্ডটির সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচিত করেছে। অপোর এই ডিভাইসটির বাজারমূল্য ধরা হয়েছে- মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা।
অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স।
এই সেগমেন্টের স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। অপো ‘এ৫এক্স’ দিচ্ছে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। অপো ‘এ৫এক্স’ এ আরো রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।
এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরো বলা যায়- অপো ‘এ৫এক্স’ এ রয়েছে, ১৪-স্টার সার্টিফিকেশন সহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়।
এ মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরো আছে ৯০হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে এবং ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ভিজ্যুয়াল। এ ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেস এর জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে- ৭.৯৯এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়কভাবে ও সহজেই মুঠোবন্দি করা যায়। দুইটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি- একটি হচ্ছে লেজার হোয়াইট এবং অপরটি হচ্ছে মিডনাইট ব্লু।
অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) প্রি-অর্ডারের জন্য আগামী ১৫ মে থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, ১ মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিতভাবে কম্বো গিফ্ট বক্স। বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ও অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd ভিজিট করুন।