জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।  বুধবার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩১ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে,  এ বছর  বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য পৃথকভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা তৈরি করে সেখান থেকেই শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে।

কেন্দ্র তালিকা দেখুন  এখানে