নিজ ক্যাম্পাসে ফিরে ড. ইউনূসের উচ্ছ্বাস
- ১৫ মে ২০২৫, ০২:১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ১০ বছর পর নিজ বিশ্ববিদ্যালয়ে গেছেন তিনি। ক্যাম্পাসে প্রবেশ করার পর থেকেই বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে তাকে।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশে নিতে সেখানে পৌঁছান তিনি। এরপর দুপুর আড়াইটায় তাকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়।
ড. মুহাম্মদ ইউনূস ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে পান পদোন্নতি পেয়ে অধ্যাপক হন তিনি। ১৯৮৯ সাল পর্যন্ত তিনি অধ্যাপক হিসেবেই কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে অর্থনীতি বিভাগ পরিদর্শনে আসেন। সেই হিসাবে প্রায় ১০ বছর পর তিনি ক্যাম্পাসে আসছেন।’
এছাড়াও সমাবর্তনে অংশ নিয়েছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর শুরু হওয়া মূল অনুষ্ঠান চলবে বিকাল ৪টা পর্যন্ত।