দেশে হামজার অভিষেক আগামী মাসে, সিঙ্গাপুরের বিরুদ্ধে

হামজা চৌধুরী ও আবুল কালাম আজাদ মজুমদার
হামজা চৌধুরী ও আবুল কালাম আজাদ মজুমদার © টিডিসি সম্পাদিত

দীর্ঘ সময় পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এ মাঠেই বাংলাদেশ দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। একই ম্যাচে জাতীয় দলে অভিষেক ঘটবে কানাডা প্রবাসী শামিত সোমেরও। 

এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

মঙ্গলবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে  তিনি লেখেন, ‘আগামী মাসে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এ অভিষেকটি শুধু তার জন্য নয়, বরং আরেকজন সুপারস্টারের জন্যও হতে যাচ্ছে বিশেষ কিছু। যিনি এরই মধ্যে তার ক্যারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে আমাদের গর্বিত করেছেন। আমি তো এখনই রোমাঞ্চিত!’