গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

গুচ্ছ ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘এ’ ইউনিটের ফলাফল মঙ্গলবার  (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ ফলাফল দেখতে পারছেন। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে বিকেল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি ফলাফলসহ বিভিন্ন তথ্য জানান।

আরো পড়ুন: ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছে ১৫ নম্বর পাবে গুচ্ছ কমিটি

তিনি বলেন, ‘কোনো পরীক্ষার্থী যদি নিজের প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট হন, তবে নিরীক্ষার (স্ক্রুটিনি) জন্য আবেদন করতে পারবেন।’ এ জন্য নির্ধারিত ফি ২হাজার টাকা। নিরীক্ষার আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করার জন্য শিক্ষার্থীদের দুইদিন সময় দেওয়া হবে।

এর আগে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় গত ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ৫ মে এবং সর্বশেষ ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয় ১৩ মে। প্রতিটি ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট সকল ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে।