ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ আজ
- ১৫ মে ২০২৫, ০১:১৭
সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করবে তারা।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৩ টা পঁচিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে চলা বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় নিহত ঢাবি ছাত্রদল নেতা
এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
সাম্য হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় তারা 'আমার ভাই মরল কেন/ প্রশাসন বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস/ উই ওয়ান্ট জাস্টিস', 'নিরাপদ ক্যাম্পাস/ আমাদের অধিকার' ইত্যাদি স্লোগান দেন।
মিছিলে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা যেমন যোগ দেন, তেমন বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা সামিল হন। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।