একই দিনে নটর ডেমের দুই ছাত্রের মৃত্যু
একজন ভবনে থেকে পড়ে, অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- ০৪ জুন ২০২৫, ১১:৪০
একই দিনে রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। কলেজের ভবনে থেকে পড়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ধ্রুব ব্রুতদাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার মো. আরাফাত রহমান (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৮ তলা ওই ভবনটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আরাফাত এবং তার দুই সহপাঠী থাকতেন। আরাফাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামে
পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি প্রাথমিকভাবে আত্মহত্যাজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে আরাফাতের রুম বন্ধ দেখে ডেকেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। কিছু সময় পর আবারও ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে কেয়ারটেকারের সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
‘‘সেখান থেকে আরাফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
এর আগে একই দিন দুপুরে কলেজের একটি ভবন থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস নামে কলেজটির এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার সময় কলেজ গেটে ছেলের জন্য অপেক্ষা করছিলেন ওই শিক্ষার্থীর বাবা।