আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
- ১৫ মে ২০২৫, ১৭:০১
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের আলোকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১২ মে) বিকেলে প্রজ্ঞাপন জারির পর রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন৷
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, ইসি সচিব আখতার আহমেদ ও ইসির অন্যান্য কর্মকর্তারা।
এর আগে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পর সন্ধ্যা ৬টায় সিইসির কার্যালয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা এ রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে শেষ হয়।
প্রসঙ্গত, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বিকেলে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।