আইইবিতে হামলা
আহত ডুয়েট ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রকৌশলী শফিকুল মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- ১৫ মে ২০২৫, ২২:৫৭
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে প্রকৌশলীদের মহাসমাবেশকে কেন্দ্র করে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রকৌশলী শফিকুল ইসলাম খান। তিনি জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (এইবি)-এর শীর্ষ নেতা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
গত শনিবার (১০ মে) আয়োজিত প্রকৌশলী মহাসমাবেশকে কেন্দ্র করে আইইবির সামনের সড়কে হামলার ঘটনা ঘটে। পরে আজ রবিবার (১২ মে) সকাল ১০টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযোগ রয়েছে, রিজু-হাসিন নেতৃত্বাধীন একটি পক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ওই হামলা চালায়। এতে গুরুতর আহত হন প্রকৌশলী শফিকুল ইসলাম খান। তাকে তাৎক্ষণিকভাবে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা যায়, প্রকৌশলী শফিকুল ইসলাম আইইবিকে অবৈধ দখলমুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচিতে অংশ নেন। তার সহকর্মীরা দাবি করেছেন, রিজু, হাসিন, সাব্বির মোস্তফা, শেখ আল আমিন ও চুন্নু গংয়ের পরিকল্পিত হামলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাঁরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শফিকুল ইসলাম খানের জানাজা আজ বাদ জোহর কাওরান বাজারে তিতাস ভবনের পাশে বড় মসজিদে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী প্রকৌশলী সমাজ ও তার সাবেক সহযোদ্ধাদের মাঝে এই মৃত্যু গভীর শোক প্রকাশ করেছে।