আনচেলত্তিই ব্রাজিলের কোচ
- ২৪ মে ২০২৫, ১৭:৩৯
অবসান হলো লম্বা সময় ধরে চলা জল্পনা-কল্পনার। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষমেশ ব্রাজিল জাতীয় দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মে থেকে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।
যদিও লা লিগার চলতি মৌসুম শেষেই আনুষ্ঠানিকভাবে সবটা হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি মাস থেকেই সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন ইতালিয়ান এই টেকটেশিয়ান।
সোমবার (১২ মে) এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'সিবিএফ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আনচেলত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ হতে চলেছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। তার যোগদানের আনুষ্ঠানিক তারিখ আগামী ২৬ মে, ২০২৫।'
এই চুক্তির মধ্য দিয়ে সেলেসাওদের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে, কখনোই পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি কোনো বিদেশি।
আনচেলত্তিকে শুভকামনা জানিয়ে দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, 'সিবিএফ আনচেলত্তিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এবং তার নেতৃত্বে সাফল্যের নতুন যুগে প্রবেশে প্রত্যাশা করছে।'
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূলপর্ব এখনও নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চার নম্বরে সেলেসাওরা। বাছাইয়ে আরও ৪টি ম্যাচ বাকি তাদের। শেষ ৪টি ম্যাচে ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।