শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় অভিযুক্ত ভাগ্নে গ্রেফতার
- ১২ মে ২০২৫, ১২:৫৫
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত কিশোর মো. গোলাম রব্বানী খান (১৪) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।
গত শুক্রবার (৯ মে) দুপুরে শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। নিহতদের মধ্যে মরিয়ম বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি-মিরপুর বিভাগের সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর গোলাম রব্বানী খান (তাজ) গত ৯ মে দুপুর ১২:৫০ টায় তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় গিয়ে আপ্যায়ন গ্রহণ করছিল। এ সময় তার সেজো খালা সুফিয়া বেগম প্লেট বাটি ধুয়ে বারান্দার দিকে চলে যান। সুযোগ বুঝে তাজ বড় খালার রুমে গিয়ে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে।
চুরির ঘটনা ধরা পড়লে মরিয়ম বেগম তাকে বকাবকি করেন এবং তার মাকে জানাতে ফোন খুঁজতে থাকেন। এরই মধ্যে তাজ ডাইনিং টেবিলে রাখা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে মরিয়ম বেগমের পেটে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মরিয়ম তাকে মারতে উদ্যত হলে তাজ পুনরায় আঘাত করেন। বড় খালার চিৎকার শুনে সেজো খালা সুফিয়া বেগম বাধা দিতে এলে তাকেও একই চাকু দিয়ে আঘাত করেন।
এরপর তাজ রান্নাঘর থেকে শিল-নড়া এনে দুই খালার মাথায় আঘাত করেন। হত্যাকাণ্ড শেষে রক্তমাখা কাপড় পরিষ্কার করতে টয়লেটে গিয়ে তার হাত ও মুখ ধুয়ে ফেলে। পরবর্তীতে সে রক্তমাখা টি-শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত কাপড় পরিধান করে এবং সিএনজি নিয়ে শনির আখড়ার উদ্দেশ্যে চলে যায়।
ডিবি-মিরপুর বিভাগ জানায়, ঘটনার পর মামলার তদন্ত শুরু হয় এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাজের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার (১১ মে) ভোর ৩:৩০ এ ঝালকাঠি জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাজকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে রক্ত মাখা কাপড়, জুতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তাজকে সোমবার (১২ মে) আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি হত্যার দায় স্বীকার করেন।