নতুন প্রভোস্ট পেল ইবির দুই হল
- ১৩ মে ২০২৫, ১৪:০৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ও শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।
সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আগামী বুধবার (১৪ মে) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের (আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) দায়িত্বের মেয়াদ শেষ হবে।
এতে আরও বলা হয়, সে অনুযায়ী পরবর্তী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।