আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই পরিপত্র ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে জুলাই ঐক্য
- ১৫ মে ২০২৫, ১৭:০১
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই পরিপত্র বিষয়ে সরকারের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবে জুলাই ঐক্য। এ পরিপত্র যদি জনগণের ভাষায় হয়, তাহলে তাৎক্ষণিক আনন্দ মিছিল করবে সংগঠনটি। অন্যথায় জরুরিভিত্তিতে কঠিন কর্মসূচির হুঁশিয়ার দিয়েছে তারা।
রোববার (১১ মে) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, প্রায় দুই হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মটির ঘোষণা দিই আমরা। বর্তমানে ৮০টির মতো সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন আমাদের প্লাটফর্মে যুক্ত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
আরও পড়ুন: তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা
‘জুলাই ঐক্য’র পরবর্তী কর্মসূচি জানাতে গিয়ে এবি জুবায়ের বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।