ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৭০%
- ১৫ মে ২০২৫, ১৭:২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৭০ শতাংশ।
রোববার (১১ মে) রাতে ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয়।
এদিন, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় প্রথম হয়েছেন মোঃ রাকিবুল হাসান। তিনি নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী।