স্ন্যাপড্রাগনের শুকনো বীজের ছবি যাক্কুম গাছ বলে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য

স্ন্যাপড্রাগনের শুকনো বীজের ছবি যাক্কুম গাছ বলে দাবি
স্ন্যাপড্রাগনের শুকনো বীজের ছবি যাক্কুম গাছ বলে দাবি © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে ড্রাগনের মাথার খুলির মতো দেখতে একটি গাছের বীজকে ‘যাক্কুম গাছ’ বলে দাবি করা হয়েছে।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি যাক্কুম গাছের নয়। এটি মূলত স্ন্যাপড্রাগন নামক গাছের ফুল শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া বীজের ছবি। ফুলটি শুকিয়ে গেলে তার বীজের খোলস কিছুটা ড্রাগনের খুলির মতো দেখতে হয়, যা অনেকেই ভুলভাবে যাক্কুম গাছ হিসেবে উপস্থাপন করছেন।

আল-মুনজিদসহ বিভিন্ন আরবি অভিধানে যাক্কুম গাছকে জাহান্নামের একটি গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কাঁটাযুক্ত ও তিক্ত স্বাদের এবং পাপীদের খাদ্য হিসেবে কোরআনে বর্ণিত।

এমন ভুল দাবি আগে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও, তখনও বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক করেছিল রিউমর স্ক্যানার।

সুতরাং, স্ন্যাপড্রাগনের শুকনো বীজের ছবিকে যাক্কুম গাছ বলে ছড়ানোটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।