বিএনপির মানববন্ধনে মহিলা দল নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান
- ১৫ মে ২০২৫, ১৭:০১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন মহিলা দলের এক নেত্রী। আজ শনিবার (১১ মে) ফকিরহাটের কাটাখালি চত্বরে অনুষ্ঠিত এই মানবন্ধনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা গ্রুপের লখপুর বেতাগা শুভদিয়া ও পিলজংগ ইউনিয়ন নেতাকর্মীরা অংশ নেন। এতে বাগেরহাট জেলা মহিলা দলের সদস্য অ্যাডভোকেট হেনা তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা সমালোচনা আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ৯ মে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নির্বাচনে ভোট কারচুপি ও ব্যালটবক্স ছিনতাই এর অভিযোগে দলটির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা ও ফকিরহাট উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ এর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়। কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় আজ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ অভিযোগ করেন, শুভদিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল ও বেতাগা ইউনিয়ন বিএনপির সদস্য আরিফ মেম্বার দেশী অস্ত্রশস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে তার এবং তার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হয়। এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখলে বাগেরহাট জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে।
জয় বাংলা স্লোগান এর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, কামরল ইসলাম গোরা জয় বাংলার লোকজন দিয়ে বিএনপি বিরুদ্ধে মানববন্ধন করেছে। তিনি আওয়ামী লীগের সহযোগীদের পুনর্বাসন করছে, ‘জয় বাংলা’ স্লোগান এটাই তার সুস্পষ্ট প্রমাণ।
এ বিষয়ে জানতে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরার সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।