৬ দাবিতে এনটিআরসিএতে স্মারকলিপি

এনটিআরসিএ
এনটিআরসিএ © ফাইল ফটো

ছয় দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা প্রার্থীরা। সম্প্রতি ভাইভা প্রার্থীদের পক্ষে মো. লিমন, এখলাছুর রহমান এবং ইমরান নামে তিন প্রার্থী এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তারা জানান, ‘১৮তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকে অনেকেই নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এনটিআরসিএ কার্যালয়ে তালাবন্ধসহ নানা অযৌক্তিক কার্যকলাপ করে আসছে। সম্প্রতি এনটিআরসিএ কার্যালয়ে তুমুল হট্টগোল ও চরম বিশৃঙ্খলা চালানো হয়। তাদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোন ভাবেই বরদাশত করা হবে না। তাদেরকে এরূপ বাজে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হবে। এ কার্যকলাপের সঙ্গে যুক্তদের শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে কেউ এনটিআরসিএতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস না দেখাতে পারে।’

১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীদের দাবিগুলো হলো-
ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে; এনটিআরসিএ নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ৩৫ ঊর্দ্ধসহ কোন অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না; ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিলের করে ৯৩ শতাংশ মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে; ভেরিফিকেশন ও নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবেনা; ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে।