রাজধানীতে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
- ১৫ মে ২০২৫, ২২:৩০
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
শনিবার (১০ মে) রাত দেড়টার দিকে ও পরবর্তী সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হেসেন (৪৪)।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি বেশ কিছুদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের বিপক্ষে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বনশ্রীর শুটিংসহ ডাকাতি ঘটনায় স্বর্ণালংকার উদ্ধার, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তার-পূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।