হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১০ মে) এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

ফলাফল জানতে ওয়েবসাইটে (https://admission.hstu.ac.bd/home/login) লগইন করতে হবে। গত সোমবার (৫ মে) থেকে বুধবার (৭ মে) পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুন: হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখায় ২ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান ও মানবিক শাখায় ৪ হাজার ৪৫৬ জন এবং অন্য একটি শাখায় ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।