নিষিদ্ধের পরও ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়েনি আন্দোলনকারীরা
- ১৫ মে ২০২৫, ১৭:০১
আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পরেও রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ মে) রাত ১২টায় এমন চিত্র দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে দলবদ্ধ হয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের।
আন্দোলনকারীদের দাবি শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় তাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা৷
এদিকে রাত ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করল সরকার। এরপর আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজপথ না ছাড়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।