তিন দফার একটি বাকি থাকলেও রাস্তা থেকে উঠবে না ছাত্র-জনতা: হাসনাত

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ © ফাইল ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে টানা কর্মসূচি পালন করছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। এদিকে, আজ শনিবার (১০ মে) রাত ৯টার পর শাহবাগ থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করলে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধা পান আন্দোলনকারীরা। পরে ইন্টার কন্টিনেন্টালের মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেন। এসময় তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিন দফার একটি বাকি থাকতেও রাস্তা থেকে উঠবে না ছাত্র-জনতা। আজ রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্র-জনতার তিন দফা দাবি- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

‘‘এই তিন দফার একটি বাকি থাকলেও ছাত্র জনতা রাস্তা থেকে উঠবে না। আমরা পাঁচ অগাস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। আমাদের দাবি আদায় করে ছাড়বোই। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না।’’