সরকার কি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে? 

শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অবস্থান
শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অবস্থান © সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। রাজধানীর শাহবাগে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কয়েকটি সংগঠনের বিক্ষোভের মধ্যে আজ রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।  

ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ?

আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। সারা রাত অবস্থানের পর আজ সকালে সেখানে লোক সমাগম কম লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকে ফের বাড়ছে। বিকাল ও সন্ধ্যায় প্রচুর মানুষের সমাগম হয়েছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠেছে, মূলত সে বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।