ঝিগাতলা থেকে শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

মু. আশরাফ সিদ্দিকী বিটু
মু. আশরাফ সিদ্দিকী বিটু © ফাইল ফটো

রাজধানীর ঝিগাতলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার অপরজন হলেন কৃষকলীগ নেত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম।

আজ শনিবার (১০ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের প্রধান মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ২৪ এপ্রিল এক বছরের জন্য চুক্তিতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ পান আশরাফ সিদ্দিকী বিটু। এরপর একাধিক প্রজ্ঞাপনের মধ্যদিয়ে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এর আগে বিটু আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।