লঞ্চঘাটে তরুণীদের মারধর, যা জানা গেল

তরুণীদের মারধর
তরুণীদের মারধর © ভিডিও থেকে সংগৃহীত

মুন্সীগঞ্জে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানিয়েছে স্থানীয়রা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীদের অভিযোগ, তাদের মোবাইল ও টাকাপয়সা লুট করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রায় চার শতাধিক তরুণ-তরুণী পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে লঞ্চ ভাড়া করেন। লঞ্চটি ঢাকা ফেরার পথে মুন্সীয়গঞ্জ লঞ্চ টার্মিনালে থামায়। পরে লঞ্চে মাদক সেবন ও অশ্লীলতার অভিযোগ তুলে স্থানীয়রা লঞ্চে তল্লাশি করে ভাঙচুর চালায়। একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে-মেয়েদের হেনস্তা ও মারপিট করে। পরে দুই তরুণীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে, কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িত নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।