মহিলা যুবলীগ নেত্রী নার্গিস আক্তার গ্রেপ্তার

নার্গিস আক্তার
নার্গিস আক্তার © সংগৃহীত

মাদারীপুর জেলা মহিলা যুবলীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হেলাল উদ্দিন ভূঁইয়া । 

জানা গেছে, যুব মহিলা লীগ নেত্রী নারগিস আক্তার দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালে সদর যুব মহিলা লীগের সভাপতি হন। এরপর ২০০৯ সালে জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০২২ সালে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে এডিসি হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, নার্গিস আক্তার অন্তর্বর্তী সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভোরে উত্তরার ৪ নম্বর রোডের তিন নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।