সকাল থেকে ছাত্র-জনতার অবস্থান, শাহবাগে বন্ধ যান চলাচল
- ১০ মে ২০২৫, ০৬:৫৪
আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার (১০ মে) সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। তারা থেমে থেমে বিভিন্ন স্লোগানে মুখর করে রেখেছেন রাজপথ। কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
অবস্থানকারীদের বক্তব্য, `আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।' তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৬ বছরে সংঘটিত খুন, গুম, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধন এনে দলটির বিচার সম্পন্ন করার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথে উত্তেজনা সৃষ্টি করেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘জীবন দেব, রক্ত দেব, জুলাই দেব না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ কর’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি।
শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে শুক্রবার (৯ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন যে, শনিবার বিকেলে গণজমায়েত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।