এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ নারী নিয়োগ দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

দেশব্যাপী এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে সব তফসিলি ব্যাংককে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সময়ের সঙ্গে এজেন্ট ব্যাংকিংয়ের চাহিদা ও গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে। গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে এ সেবার বিস্তারের ফলে নারী গ্রাহকদের অংশগ্রহণ বাড়লেও নারী এজেন্টের সংখ্যা এখনও তুলনামূলকভাবে অনেক কম।

বাংলাদেশ ব্যাংক মনে করে, অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং নারীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতের এজেন্ট নিয়োগে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি বাড়ানো অপরিহার্য।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা জারি করা হয়েছে।