শেওড়াপাড়ার বাসা থেকে দুই মরদেহ উদ্ধার
- ১৫ মে ২০২৫, ২২:৩০
রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবার বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ মে) রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মোসা. মরিয়ম ওরফে বেবী (৬১) ও সুফিয়া বেগম (৪৫)।
পুলিশ জানায়, নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পান। তিনি দরজা খুলে ভেতরে ঢুকে মা ও খালার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।
ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছি।
নিহত সুফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। মরিয়মের স্বামীর নাম কাজী আলাউদ্দিন। দুই বোন দীর্ঘ ২০ বছর ধরে বিমান সচিবের বাবার বাড়িতে ভাড়া থেকে আসছিলেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুরো ঘটনা উদঘাটনে কাজ করছে তদন্তকারী সংস্থাগুলো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন বলেন, ৯৯৯-নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ওই দুই মরদেহ উদ্ধার করে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সুরতহাল এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছ।