ডাকসু নির্বাচন: ভিপি পদে ২০ আর জিএসে ১২ জন লড়বেন
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ২০ জন প্রার্থী আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১২ জন প্রার্থী। অন্যদিকে, ভিপি পদে মনোনয়নপত্র সাময়িকভাবে বাতিল হয়েছে একজনের আর জিএস পদের দুইজনকে সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বুধবার তাদেরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের তালিকা ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) প্রকাশিত হয়েছে।
প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ভিপি পদের প্রার্থীরা হলেন-অরণি সেমন্তি খান, আবদুল্লাহ আল লাবিব, এ. ডি. এম. আব্বাস-আল-কোরেশী, এস. এম. আতায়ে রাব্বী, ওমর ফারুক, নকিবুল হাসান, ফাহমিদা মজিদ, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল আলীম, মো. গোলাম রাসেল, মো. টিটো মোল্যা, মো. নাইম হাসান, মো. নুরুল হক, মো. রাকিবুল ইসলাম, মো. রাসেল শেখ, মো. রেজওয়ানুল হক চৌধুরী, লিটন নন্দী, শফিকুল ইসলাম, শিহাব শাহরিয়ার সোহাগ এবং সফিক সরকার।
প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া জিএস পদের প্রার্থীরা হলেন-গোলাম রাব্বানী, জালাল আহমেদ, ফয়সল মাহমুদ সুজন, মামুন ফকির, মো. আনিসুর রহমান খন্দকার, মো. মাহমুদুল হাসান, মো. রাশেদ খাঁন, মো. রাশেদুল ইসলাম, শফিকা রহমান শৈলী, শাফী আব্দুল্লাহ, শাহরিয়ার রহমান এবং সনম সিদ্দিকী।
প্রসঙ্গত, গত ১১ তারিখ ডাকসু ও হল সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি (বুধবার) হলের নোটিশ বোর্ড এবং (ducsu.du.ac.bd) ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ (বৃহস্পতিবার) বেলা ১২টার মধ্যে তা ডাকসুর সভাপতির (ভিসি) নিকট লিখিতভাবে অবহিত করতে হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ২ মার্চ। এদিন বেলা ১টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনসহ সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
৩ মার্চ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ওইদিন বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা হলের নোটিশ বোর্ড এবং (ducsu.du.ac.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাছাড়া ৫ মার্চ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওইদিন বেলা ১২টায় সম্পূরক ভোটার তালিকা হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আগামী ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।