আমাদের জীবন বাংলাদেশকে ওয়াক্ফ করে দিয়েছি: হাসনাত আবদুল্লাহ
- ২১ জুন ২০২৫, ১২:৫৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “গণহত্যাকারী, রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। আমাদের ম্যান্ডেট দুই হাজার শহীদ ও ত্রিশ হাজার আহত। ড. ইউনূস, আপনার কোনো ম্যান্ডেট নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের সকল শক্তি আপনারা একসাথে দেখছেন।”
বৃহস্পতিবার (৮ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থানকালে এক ভাষণে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “ড. ইউনূস, আমরা আমাদের জীবন বাংলাদেশকে ওয়াক্ফ করে দিয়েছি। যখন আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, তখন আমরা এই বাংলাদেশের জন্যই ওয়াক্ফ করে দিয়েছিলাম। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, পরিচয়গত বিভাজনও থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। দলটি নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা একসাথে থেকে এই অবস্থান চালিয়ে যাব।”
এসময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন—“গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, “ক্ষমতা না, জনতা—জনতা, জনতা”, “শেষ হয়নি যুদ্ধ—সাইদ, ওয়াসিম, মুগ্ধ”।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
এদিকে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।