ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় পর্যটক নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। বাকি দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

প্রশাসনকে আহত ব্যক্তিদের সম্ভাব্য সব সহায়তা প্রদান ও দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এনডিটিভি জানায়, যাত্রীভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশে যাওয়ার কথা ছিল।

রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী এবং জেলা প্রশাসনের দল ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে রওনা হয়েছেন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।