জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ২৭ মে

শুনানি শেষে ব্রিফিং করছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির
শুনানি শেষে ব্রিফিং করছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির © টিডিসি ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল চেয়ে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে আগামী ২৭ মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 

এর আগে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার কিছু আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। আসামির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও কয়েকজন আইনজীবী।

শুনানি শেষে আগামী ২৭ মে রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি শেষে এ প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার নজরুল ইসলাম এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। 

গত ৬ মে প্রথম দিনের শুনানি শেষে আদালত বৃহস্পতিবারের জন্য দ্বিতীয় দিনের সময় নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।