দ্বিতীয় দিনের মতো জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শুরু
- ২১ জুন ২০২৫, ১৪:০৪
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল চেয়ে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। সকাল ১০টার কিছু আগে কার্যক্রম শুরু হলে, আসামিপক্ষের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও কয়েকজন আইনজীবী।
শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
এর আগে গত ৬ মে প্রথম দিনের শুনানি শেষে আদালত বৃহস্পতিবারের জন্য দ্বিতীয় দিনের সময় নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।