অসুস্থ মাকে দেখতে সন্ধ্যায় হাসপাতালে যাবেন জুবাইদা রহমান
- ২১ জুন ২০২৫, ১৪:১৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানান গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার আগেই মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে হাসপাতালে দেখতে যাবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যার আগে তিনি (ডা. জুবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন।’
এর আগে দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছেন তিনি।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। মূলত এর পর থেকে একে একে ১৭টি বছর প্রবাসজীবন কাটালেও একবারের জন্য দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন জোবাইদা রহমান।