বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন ও সংরক্ষণে কঠোর সতর্কতা জারি
- ২২ জুন ২০২৫, ১৪:৪৮
বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি)। এতে পরীক্ষার খাতার গোপনীয়তা ভঙ্গকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। চিঠিটি স্বাক্ষর করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড পরীক্ষার উত্তরপত্র একটি অত্যন্ত গোপনীয় বিষয় এবং এটি প্রধান পরীক্ষক ও সংশ্লিষ্ট পরীক্ষকদের নিকট একটি পবিত্র দায়িত্ব। কোনোভাবেই এই খাতা শিক্ষার্থীর আত্মীয়স্বজন কিংবা বহিরাগত অন্য কাউকে দিয়ে মূল্যায়ন বা বৃত্ত পূরণের সুযোগ দেওয়া যাবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ১৯৮০ সালের আইন অনুযায়ী, উত্তরপত্র গোপনীয়তা লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এতে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
শিক্ষা বোর্ড আরও জানায়, উত্তরপত্র যেন যথাযথ গোপনীয়তা বজায় রেখে এবং নির্ভুলভাবে মূল্যায়ন করা হয়, সে বিষয়ে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।