জামায়াত নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু রাজনৈতিক অঙ্গনে গভীর শূণ্যতার সৃষ্টি করেছে: তারেক রহমান  

ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক ও তারেক রহমান
ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক ও তারেক রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূণ্যতার সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোষ্টে শোক জানিয়ে এ কথা বলেন তিনি।  

ওই পোস্টে  তারেক রহমান লেখেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যু একটি গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী। আইন অঙ্গনে তার অবদান ছিল অসাধারণ।

তিনি আরও লেখেন, ‘আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করছি।

তারেক রহমানের ভাষ্য, ‘রাজনৈতিক নেতা হিসেবে তিনি ধৈর্য ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারতেন। তিনি ছিলেন প্রজ্ঞাবান ও দূরদর্শী একজন মানুষ। ভদ্র ও সম্মানিত এই মানুষটি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তার বিচক্ষণ সিদ্ধান্ত জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখতে পারত।’ 

 এর আগে, রবিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।