হাসনাতের ওপর হামলার নিন্দা জানিয়ে যা বললেন ছাত্রদলের নাছির

হাসনাত আব্দুল্লাহ ও নাছির উদ্দীন নাছির
হাসনাত আব্দুল্লাহ ও নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রবিবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। 

পতিত ফ্যাসিস্টদের বিচারের  আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে জানিয়ে নাছির লেখেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে। 

তিনি লেখেন, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে  ও সামাজিকভাবে মোকাবিলা না করে সকল মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেওয়ার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানকারী জনতা গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হচ্ছে। 

তিনি আরও লেখেন, ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সকল রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত।