সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
- ২২ জুন ২০২৫, ১৫:১১
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (SEUT)-এর ১৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বোর্ড অব ট্রাস্টিজ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান জনাব রেজাউল করিম। সভায় বোর্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।
বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে চলমান কার্যক্রম পর্যালোচনা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার গুণগত মান, গবেষণা সক্ষমতা এবং পরিচালনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বোর্ড কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে। সাউথইস্ট ইউনিভার্সিটির উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বোর্ড শিল্প খাতে অংশীদারিত্ব, উন্নত প্রযুক্তির সংযুক্তি এবং টেকসই অগ্রগতির রূপরেখাও তুলে ধরে।