বিইউএইচএস-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ২২ জুন ২০২৫, ১৫:১১
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর (বিইউএইচএস) স্প্রিং-২৫ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিইউএইচএস-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. বেগম রোকেয়া, হেলথ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক এস এম মুরাদুজ্জামান, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরা, এ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ সেন গুপ্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. জাহিদ হাসান ও প্রক্টর ডা. নাসরীন নাহার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিইউএইচএস চারটি অনুষদের ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের তিনশত নবীন ছাত্র-ছাত্রীকে বরণ করে নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকগণ এবং কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেন, দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন দক্ষ জনবল, বিইউএইচএস যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে প্রশংসনীয় অবদান রাখছে।
তিনি আরও বলেন, চিকিৎসকগণ রোগীদের সরাসরি সেবা প্রদান করেন, অন্যদিকে স্বাস্থ্য-বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী পেশাজীবীরা রোগ-নির্ণয় ও রোগ প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অবদান রাখেন।
অধ্যাপক ডা. শেখ আখতার আহমদ নবীন ছাত্র-ছাত্রীদের কঠোর অনুশীলনের মাধ্যমে শিক্ষালাভ করে দেশের সেবায় মনোনিবেশ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ২০১২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৪টি প্রোগ্রামে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রায় ১৫০০ শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। স্বাস্থ্যখাতে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউএইচএস দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে।
উল্লেখ্য যে, সাম্প্রতিক এডেক্স এর জরিপে শিক্ষার মান ও গবেষণায় বিইউএইচএস বাংলাদেশের শীর্ষ দশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অষ্টম স্থান লাভ করেছে।